শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

কবি সব করে রব

ফখরে আলম

কবিতা লেখেননি সহজ কোন শর্তে

হারিয়ে গেলেন আজীজুল হক পাহাড় পর্বতে।

‘আগুন জ্বালাও’ দ্রোহের সেই চিৎকার

শুনতে কি পাও, দেখতে কি পাও কোথায় কবি সাফদার?

কান্নার বারুদে উস্কে ওঠে রাগের ত্রিদিব

ঢাকার গলিতে হাঁটছেন তারুণ্যের প্রদীপ।

কবি কি হারায়, ভাড়া খাটে টাকায় কিংবা ভাতে

কিনেছেন তাকে, পানশালায় সন্ধ্যারাতে?

 

ভাষার বোঁটায় তিনি স্বাধীনতার রক্তে

তার নাম লিখে রাখে শত্রু ও ভক্তে।

লিখে রাখে আহসান হাবীব পাতায় পাতায়

কবিতা কি ফুরায়, সে কী অসহায়?

তুমি রুদ্র, পশুর চিনেছে, চিনেছে বাণীশান্তা

মাদলে চোলাইয়ে তুমি কৃষকের পান্তা।

 

কবি সব করে রব কি দিন কি রাত

তাঁরাই ভাঙ্গবে শৃঙ্খল, আনবে প্রভাত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর