শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ভ্রমণ কাহিনী ২

বিমল গুহ

‘স্ট্যাচু অব লিবার্টি’ দেখার স্বপ্ন নিয়ে

বাংলাদেশ থেকে যাত্রা করেছি যেদিন—

মাথার ভেতর শুধু সমুদ্রকল্লোল

জাহাজের ডেকে দাঁড়িয়ে সমুদ্রচিলের উড়াল

ঘুমের মধ্যেও দেখেছি একাকী বহুরাত,

মনে হয় মুগ্ধ কান পেতে শুনি আজও

আব্রাহাম লিংকনের ভাষণ—

গণতন্ত্র কা’কে বলে শিখিয়ে গেছেন আমাদের!

 

বিস্ময়ে তাকাই—নিচে লিবার্টি আইল্যান্ডে ঊর্মিদোলা

সমুদ্রকল্লোল, ঊর্ধ্বে প্রজ্বলন্ত আলোকবর্তিকা হাতে

দাঁড়িয়ে রয়েছে একা মুক্তির সৌন্দর্যশোভা

স্ট্যাচু অব লিবার্টি আকাশসীমায়। গতকাল তা

দেখে মনে হলো—সত্যিই প্রজ্বলন্ত আগুনের শিখা

উন্মুক্ত স্বাধীন!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর