শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ভীনগ্রহি নাগরিক

মিজানুর রহমান বেলাল

মলিনমেঘে ঢাকা যে তারা মুখ লুকিয়ে আছে আকাশের গালে

সে তারা আমি— লুকিয়ে আছি প্রাচীন অতীত আর বর্তমানে

গ্রহের সান্নিধ্যে পৃথিবীকে কফিনের আগুন ভেবে দূর-দূরান্তে

অন্ধ আঁধারের বাম পাঁজরে খুঁজে পাই— স্বর্গ সুখের স্বয়ংবর

আবেগের জ্যামিতি জানে না বলেই প্রান্তপ্রতিবেশী নাগরিক।

 

আমার দৃষ্টির ছায়াতলে বেদনারা ভিড় করে। সেই ভিড় ঠেলেই

হয়ে গেলাম আমি এক বায়বীয় জনপথের ভীনগ্রহি নাগরিক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর