শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

রঙ-রঙ্গ

মোস্তাক আহমাদ দীন

রঙ লেগেছে চাঁদের গায়ে আজ

রঙিন হলো মস্ত পৃথিবীটা—

এসব দেখে গানের যত পাখি

তা নিয়ে দিল শহর-গ্রাম-ভিটা

 

এরপরেও যেমন থাকে মেঘ

ফর্সাকাশে অনির্বচনীয়,

সমান মাপে বাড়তে থাকে খুনি

গোকুল-থানে দুষ্টলোচনীও।

 

এমন রূপে খুশির হাওয়া মাটি

জগৎ জুড়ে উড়তে থাকে কথা,

সূত্রনালি সাপটি এসে পরে

হনন করে হর্ষ-মুখরতা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর