শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

কবি

আনিসুর রহমান

তোমরা অনেকে হয়েছো উকিল ও মোক্তার, মন্ত্রী ও ব্যারিস্টার

ইঞ্জিনিয়ার ডাক্তার মিডিয়া মোগল, মোড়ল ও কারবারি

আমি যে ভাই চালচুলো নাই ছাইপাশ গাঢ়ল এক আনাড়ি

তোমরা অনেক দেখিয়েছো জগতের, গড়েছো সুখের ঘরবাড়ি,

জগতের সরদারি, বেঁধেছো ঘর ধারামতে, বনেছো দারুণ সংসারী

আমি বাউল হয়ে পথে পড়ে আছি, পথের শুরু মনে নেই,

শেষ কোথায়, রাত নেই আর দিন নেই তাই খুঁজতাছি

কণ্ঠে সুর নেই, নেই কোনো কথা

ধরি গান কাক হয়ে কোকিলের ব্যথা

পথটি সংসার ঘেঁষেই গেছে, সংসারে উঁকি দিয়ে

পথ হারাই শেষে; পথে নেমে দেখি সংসারই মিছে

এভাবে পথ থেকে সংসারে, সংসার থেকে পথ করে

করে ঘুরেছি অনেক কানাগলির ঘোরে!

কখনো ভেবেছি জীবন ও জগত সমান, গোলাবারুদ

নয়, কোনো কোনো যোদ্ধা কলমেই কামান দাগান!

চোখ থেকেও দেখে না যে, পথ থাকলেও পথে

নাই যারা; আমি যে আজ জগতের এক খোঁড়া

এ গলি ও গলি কত কানাগলির পরে, চোখের অহংকারকে

বাতিল করেছে মনকে করেছে আলো! চোখ না থাকলেও কত

হেঁটেছে, কত বেশি দেখেছে, কত বেশি এঁকেছে জীবনের ছবি

হোমার বড় কবি, বুঝে গেছে রবি, সেই কথাটি আজ বলো!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর