শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ফিরে এসো ফিদেল কাস্ত্রো

মোহন রায়হান

শতাব্দীর সর্বশেষ বিপ্লবী ফিদেল কাস্ত্রো তুমিও চলে গেলে!

বিপ্লবী শব্দটি এখন কার জন্য প্রযোজ্য হবে পুঁজিবাদী বিশ্বে?

সবাই তো ব্যস্ত ধনতন্ত্রের দাসত্বে! হ্যাঁ, হাফ ছেড়ে বাঁচলো মার্কিন সাম্রাজ্যবাদ!

গোদের ওপর বিষফোঁড়ার মতো ৫০ বছর জেকে বসেছিলে তুমি!

ফিদেল, আমরা এখন কাকে বিপ্লবী বলে ডাকব?

কে উদাহরণ হবে বিপ্লবীর? কে হবে সমাজতন্ত্রের প্রতীক?

কার নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে আমাদের ধমনীতে প্রবাহিত হবে

উষ্ণ রক্তস্রোত? কার নাম শোনা মাত্র কেঁপে উঠবে তটস্থ হোয়াইট হাউস!

 

কাস্ত্রো প্রিয় কাস্ত্রো তুমিও চলে গেলে!

অথচ তোমার একাত্মা বন্ধুকে হারিয়েও আমরা বেঁচে ছিলাম

তোমার গর্বে মাথানত না করার মন্ত্র আর আদর্শের পথে

অবিচল থাকার গভীর আত্মবিশ্বাসে

অন্যায়ের সঙ্গে আপস না করার সুদৃঢ় প্রত্যয়ে

সমাজতন্ত্রের নামে যে বেলেল্লাপনা হচ্ছে

সুবিধাবাদের দুনিয়ায় আত্মবিক্রয়ের যে নির্লজ্জ প্রতিযোগিতা

তুমি ছিলে সেখানে অনড় অচ্যুত অবিনাশী অহংকার!

 

প্রিয় নেতা, প্রিয় বন্ধু

বিশ্ববাজারে এখন মুদির দোকানে বিক্রি হয়

মুখোশধারী মার্কসবাদী, অ্যাপ্রণপরা বিপ্লবী জুতা পালিশ করে স্বৈরশাসকের

অথচ দেশে দেশে অসাম্য অবিচার শোষণ জুলুম অগণতন্ত্রের মহোৎসব চলছেই!

কে বহন করবে তোমার উত্তরাধিকার?

কে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে মরণব্যাধি পুঁজিতন্ত্রকে?

কে আজীবন মরণপণ লিপ্ত থাকবে দেশ জনগণ আর সাম্যের লড়াইয়ে?

থোড়াই পরওয়া করবে যে কোনো দেশবিরোধী পরাশক্তিকে?

 

ফিদেল! প্রিয় ফিদেল! সুপ্রিয় কাস্ত্রো

সারা বিশ্বের নিপীড়িতদের অসহায় করে তুমি চলে গেলে!

জানি না কতকাল তোমার নবজন্মের অপেক্ষায় থাকতে হবে

মুক্তিকামী পৃথিবীর মানুষকে?

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর