শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

যে-বাড়ি কবিতা পড়ে

ফারুক মাহমুদ

যে-বাড়ি কবিতা পড়ে, তার চোখে কুয়াশা থাকে না

যা কিছু সঞ্চয়ে আছে, টাকাকড়ি, হিরেজহরত

এমনকি সামান্য জুতা, প্রিয় জামা, বাজারের থলে

বুড়ো হয়ে যায়। এসেছে যা সওদাগর থেকে

সকালে বিকেলে রাতে; হতে পারে দীর্ঘ প্রয়োজন

সে-ও তো বিলুপ্তি খোঁজে। মোমজ্বলা রাত্রিকোলাহল

ঘন চাঁদোয়ার নিচে যারা ছিল ক্রম উচ্ছ্বসিত

তাদের দুর্ভাগ্য তবে— মেঘে মেঘে বেড়ে গেছে বেলা

 

যে-বাড়ি কবিতা পড়ে, তার বুকে শান্ত জলাশয়

মাঠের সবুজ হাওয়া, ছায়া ফোটে, হেসে ওঠে আলো

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর