শুক্রবার, ৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রোদের সরোদে

মারুফ রায়হান

রোদেরও রোদন আছে শব্দহীন দারুণ দহন

আছে তার মগ্নতার অসামান্য সরোদবাদন

 

নিঃসঙ্গ প্রতিভা মূক দোলায়িত রোদেলা দুপুরে

পৌঁছবে নিশ্চিত একদিন প্রেমেরই সে মধুপুরে

 

আগুন-পরশমণি নয়, অসত্য অভব্য রোদ

চৌদিকে ছড়াবে অন্ধকার, ধর্ম তার পথ রোধ

 

শীতের উদার সূর্য খোলে মুঠো উষ্ণতা ও তাপ

যদি হও পুষ্পপ্রাণ পাবে ঢের প্রসন্ন প্রতাপ

 

আজ সকালের রোদ হাসিমুখে আমাকে জানালো

কোথাও ফুটছে ঠিক প্রত্যাশিত হৃদয়ের আলো

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর