শুক্রবার, ২০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

অন্ত্যজ জীবন

জাফর ওয়াজেদ

বলুন, বলুন, সারমেয় সন্তানই বলুন, গণ্ডারের চামড়া পরিধানে

যতো খুশি বলে যান শকুন বাঁদর, হোক পুরোপুরি ইতরজ্ঞানে

নামিয়ে দিন, উল্লুক বেল্লুজেরও নীচে গুবড়ে পোকার চারপাশে

প্রয়োজনে শূকর ছানাটাকে লেপ্টে দিন অন্ত্যজকেই ভালোবেসে।

 

ভালো না বাসলে কি অত্তো নামে ডেকে অত্তোভাবে দেখা যায়

এই যে দেখছেন কখনো পশু, কখনো প্রাণীদের সন্তান মায়ায়

এরকম প্রাণভরা অমৃত সিঞ্চন দুর্লভ অতি সহজে কী মেলে

এ্যাত্তো এ্যাত্তো নাম-সর্বনামের নিক্তিতে বসে বসে কীই বা পেলে?

 

যদি কেউ জানার দেখায় আগ্রহ, বলে দিন গরু কিংবা গাধা

হালের বলদ ও জুড়ে দিতে পারেন-লাঙল যেন জোয়াল বাঁধা

বলুন, বলুন, দিলখোলা হাসিতেই বলে যান হারামজাদা

অমুকের পুত অমুকের নাতি-চাষাভুষো গায়ে পায়ে কাদা

 

থেমে গেলে কষ্ট বাড়ে; গ্রাম্যতা করে ভর এই উত্তরাধুনিকে

নিম্নবর্গে চড়ি ফিরি, অন্ত্যজ জীবনে সবই তো দেখি ফিকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর