Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭
প্রকাশ : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা আপলোড : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ২৩:৫৬
হরিণ জোছনায় দুধেল মাছিরা
রাহমান ওয়াহিদ

ক্লান্তির আবছায়ায় বয়সটা ঝিমোয়।

সময়ের সংবিদে পা রেখে

হরিণ জোছনায় গা ধূতে নেমেছে যে

দুধেল মাছিরা

তাদের ডানায়ও সেয়ানা বাদুড়

শিকারী পাখা মেলেছে কৌশলী নখর ছড়িয়ে

 

পোড়া রোদ্দুরও কি গেঁজা মেঘের পেটে

মুখ ডোবালো?

হিসেবের গেড়াকলে বোধের ঢেঁকিও যখন

নিরুত্তাপে জড়সড়, তখন, হে বৃদ্ধ সময়

আমিষের বাড়ন্ত আয়ু নিয়ে

কোন অভাগীর জরায়ু চিরে ফোটাবে

ভ্রুণের বন্ধ্যা হৃদয়?

এই পাতার আরো খবর
up-arrow