শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

কথন

তুষার কবির

এ কথা লিখছি আমি ভ্রমরের ভাঁজপত্রে, ঝরে পড়া হরিৎ বাকলে, টুকরো টুকরো পাথরের বুকে, জেগে ওঠা ফসিলের গায়ে, খিলানের রেখাপথে, ভেসে ওঠা জলছাপে, দোয়েলের মনোলগে, গোধূলির ছাপচিত্রে, প্রান্তরের শিলাপটে, নৈঃশব্দ্যের ছায়াভ্রমে, বিকেলের ধূলিচিত্রে, পয়ারের পাটাতনে! এ কথা বলছি আমি মাস্তুলের বুক চিরে, গলুইয়ের চেরাকাঠে, লণ্ঠনের ঘুমপথে, কুয়াশার ক্যারাভানে, মর্মরের জলস্রোতে!

নতে কি পাচ্ছ সেই মর্মগাথা, নৈশলিপি, জলগ্রস্ত নদীর বয়ান?

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর