শুক্রবার, ১০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

আমি তাই কাছে যাই

মুহাম্মদ সামাদ

তুমি দূরে যেতে চাও।

 

দূর বলে কিছু নেই।

পাখিরা আকাশে ওড়ে।

মুহূর্তে মাটিতে ফেরে।

ভালোবেসে গান করে।

 

আকাশে মেঘের ঢেউ।

উথাল নীলের ফেনা।

তুমি নেই আমি নেই—

প্রতীক্ষা করে না কেউ।

 

মাটিতে প্রেমের ঢল—

শস্যকণা মাছ জল।

আঁধারে জোনাক জ্বলে।

ঝিঁঝিঁপোকা কথা বলে।

 

এখানে উতলা হাওয়ায়

তোমার ছোঁয়ায়

বেদনারা পোড়ে

ভালোবাসা ওড়ে।

 

আমি তাই কাছে যাই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর