শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

জাতির পিতার জন্মদিনে শিশুদের অঙ্গীকার

পান্না কায়সার

স্বপ্ন দেখা কত কাল ধরে শুরু হয়েছিলো

কত সোনার মানুষের প্রাণ গেল

কত সংগ্রাম, কত আন্দোলন, কত রক্ত ঝরার ইতিহাস

ষড়যন্ত্রের জালে জেল, জুলুমের অত্যাচার

তবু স্বপ্নরা জ্বলে ওঠে দুচোখের পাপড়িতে

জাতির পিতার জীবনসংগ্রাম বাঙালির জন্য

বাংলাদেশকে স্বাধীন করে

সোনার দেশ গড়ে সোনা ফলানোর স্বপ্ন

জাতির পিতার জন্ম না হলে

বাংলাদেশ স্বাধীন হতো না

এমন মহান নেতার বাংলাদেশে জন্ম

বাংলাদেশের মানুষের জন্য পরম সৌভাগ্য

দেশ-আর মানুষ ছাড়া—তার ভাবনায় কিছু ছিলো না

তার জন্মদিনে তার উপস্থিতি ছাড়া অনুভবে হৃদয় কাঁদে

যুগ যুগ ধরে দুচোখ ভরে দেখার সাধ জাগে

অথচ কী আশ্চর্য যিনি দৃষ্টিতে নেই

অনুভবে জাগৃত মহান নেতার

অনুপ্রেরণা জাতির সত্তায় আলো ছড়ায়

যিনি বেঁচে নেই; কিন্তু চলে যাওয়া চলে যাওয়া নয়

তার চলে যাওয়া। ব্যক্তিত্বের আলোয় আলোয়

আরো আলোকিত পথে ধাবিত হয়

১৭ই মার্চ জাতির জনকের জন্মদিন জাতীয় শিশু দিবস

এ ঘোষণায় শিশুরা সত্য সুন্দরকে জানবে

গড়বে সোনার বাংলা। হবে সোনার মানুষ।

শিশুরাই গড়বে অসাম্প্রদায়িকতার ইতিহাস।

সর্বশেষ খবর