শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

মোদ্দা কথা

হেনা সুলতানা

নটে গাছটি মুড়োল আমার কথা ফুরোল

তারপরই শুরু হলো কথার কথা, মোদ্দা কথা, স্বপ্নের কথা।

 

হাই তোলা নিস্তেজ লণ্ঠনটি নিভে যাওয়ার আগে

 ঘুমের নেশা এসে বাসা বাঁধে চোখজুড়ে।

মধ্যরাতে শতাব্দীর পাশ ফিরে শোয়া

দাদীমার রূপকথার ঝুলিটা ছিনতাই হয়ে যায় অনায়াসে

 স্নায়ুযুদ্ধে ক্ষত বিক্ষত মানুষকে

এখনও রাজনীতিকরা স্বপ্নে পওয়া রূপকথা দিয়ে ভুলায়

 হক কথা, মোদ্দা কথা, স্বপ্নের কথার কোনো শেষ নেই

কারণ রাম ছাগলেরা আজকাল নটে গাছ মুড়োয় না।

নটে গাছ মুড়োলে যে লোকে মূর্খ বলবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর