শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

আনন্দ বাড়ি নেই

সোহরাব পাশা

বিকেলের গায়ে রং লাগেনি তখনো

পাকা সিঁদুরে আমের মতো খুব গাঢ়

দুপুরটা ঢলে পড়ছে একটুখানি জানালায়

মেয়েটি ভীষণ ছুটে যায় তার নির্বাচিত তীব্র

ফর্সা আনন্দের কাছে;

বোকা মেয়ে জানে না আনন্দ বাড়ি নেই কতোকাল,

স্বপ্ন জয়ের আসক্তি জীবনকে ঘরছাড়া করে

মনে থাকে না শিমুল ফুলে গন্ধ নেই

শুধু রং আছে লাবণ্যের ব্যবচ্ছেদ নেই কোনো

দীর্ঘ সঙ্গে রাখা যায় না প্রিয় বন্ধন সুবর্ণ মুদ্রার বিনিময়ে

মেয়েটির কাছে আনন্দ ভ্রমণ এখন জংধরা স্মৃতি,

তবু স্মৃতি তো সৌন্দর্য ফুরোয় না তার,

ভালোবাসার ভেতর জুঁই ফুলের সুবাস থাকে

গোলাপের দ্যুতি ওড়ে চোখের পাতায়

স্বপ্নেরা তখন দীপ্র হেঁটে যায় তুমুল হাওয়ায়

ওর চোখ জলে আর জোছনার রোদে ভিজে যায়

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর