শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

আমার ভাষা

মাসুদ পথিক

তথাপি এই যে হাবা ধুলাদের পাড়ায় আমি

কানিবকের চোখ কচলে জেগে উঠি, রোজ,

তোমরা দেখো-কি যারা ছেড়ে গেছো ভূ-বাড়ি?

 

যারা ভুলে গেছো রসুন বোনা ভোর, হরিয়ালের কথারোদ!

আমি, আমি-তো আজ ভোরেও পান্তা খেতে খেতে

মাকে বলেছি, মা, মা-গো মা, দেখছোনি,

এই পুরানা লাঙলের শিস কেমন বোঝে পরানের ভাষাখানি!

 

এবং আর আমার খেতে, মাটির ঢেলাগুলি নাকি বর্ণমালা!

 

: কে বলেছে?

: আর কে! অভিলাষ কাকার মেয়ে মাধুরী

 

অতএব তারপর ঝরে ঝরে যায় মৃদু মায়ের হাসি;

হাবা রোদের আড়ে নাচে আমার এই কুঁড়েঘরখানি

বুকে জমা রাখি রোজ ভাষার এইটুকু ধ্বনি, সত্যি!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর