শুক্রবার, ৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

জলের জ্যামিতি

তুষার কবির

জলের শব্দেরা বাজে

জেগে ওঠে জলের জ্যামিতি—

আমার বুকেতে নাচে

শিখি নাই প্রেমের প্রমিতি!

 

ঘুরছে ময়ূরী দেখ

জ্বেলে দিয়ে নীল পাখসাট—

বরষা কিন্নরী বাজে

খুলে যায় ঠোঁটের কপাট!

 

দূরের সরোদ শোনো

কে আর কাহাকে মনে রাখে—

বৃষ্টির মন্দিরা বুকে

তুমি আছ জলের পোশাকে!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর