শুক্রবার, ৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

রাজা

জুননু রাইন

‘এক দেশে ছিলো এক রাজা’

... তারপর অন্ধকারের শব্দ থেমে গেল

জোছনায় ধোয়া শীতল বাতাসে

গল্পগুলো কান পাতলো ইতিহাসে।

 

দাদু ঘুমোচ্ছে আর গল্পগুলো বলে যাচ্ছে তাঁকে

দাঁড়ানো হাতের মুঠোয় পাখাটি ঘুরছে

ঘোড়া উড়ছে, সাদা সাদা মেঘের কেশরে

ঝরছে মৃত্যুর তুষার...।

 

প্রচণ্ড গরমকেও মৃত্যু শীতল করলো

অনেক ঘোড়া চলে গেল রাজত্বের ধুলো উড়িয়ে

সবাই ঘুমিয়ে গেল

পৃথিবীতে শত-সহস্র ঘুমের আস্তরণ শেষে

দাদুর মৃত্যুর পরেও—

... এক দেশে রাজা একজনই রয়ে গেল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর