শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

জলপরীদের দ্বীপে

হানযালা হান

বঙ্গোপসাগরের তীরে যে মেয়ে জন্ম নেয়, তার জন্য পৃথিবীর কোনো গ্রন্থপাঠের প্রয়োজন নেই। ঢেউয়ের চেয়ে অর্থপূর্ণ বর্ণমালা কি কোনো সভ্যতা বানাতে পারে?

 

আশ্বিনের আকাশ দেখে সে মেয়ে ছবি আঁকা শেখে। রঙ্ধনু তাকে রঙের ধারণা দেয়। পথের পাশে ফোটা ফুল তার সৌন্দর্যের রুচি তৈরি করে। জলোচ্ছ্বাস তাকে শেখায় কী করে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হয়।

 

তোমার জন্য কোনো বিদ্যালয় তৈরি হয়নি। মাছেদের কাছ থেকে শিখে নিও কী করে এই পৃথিবীর লোভী মানুষের মন জোগাতে হয়।

 

জলপরী, জলের ভাষা আমায় শিখিয়ে দিও, আমি সেই ভাষায় তোমায় মিলনের আহ্বান জানাবো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর