শুক্রবার, ২৬ মে, ২০১৭ ০০:০০ টা

লোকরঞ্জনের দৃশ্যমান জালে

জাহিদ হায়দার

তুমিও  উঠলে নেচে

পোশাকি ঠোঁটের লোকরঞ্জনসঙ্গীতে!

 

হাত থেকে আবার সরালে হাত,

চলে গেলে কোনো এক

আনন্দ খোঁজার সংঘাতে।

তোমার কথাগুলি তাদের পররাষ্ট্রনীতি মনে হয়। 

 

অতি কথনের লালা,

শয়তানদের শান্তিসম্মেলনের বাণী 

আর ঈগলের কালো ডানা

উড়বে তোমাকে নিয়ে শূন্যতার খাদে।

 

তুমি কি বুঝবে না

লোকরঞ্জনবাদে

ফঙ্গবেনে ভাষার বাচালতা

সীমাহীনতার উৎসব?

 

হিমালয়ে ওঠার পর কি করবে তুমি?

আমিও কি গিন্সবার্গের মেজাজে বলবো—

‘গো ফাক ইয়োরসেলফ

উইথ ইয়োর ফার্স্ট পজিশন আমেরিকা।’

তারপর কি?

 

ট্রাম্পের শপথসকালে ছবি তুলে

ভাবছো অর্জন, অর্জন!!

সর্বশেষ খবর