শুক্রবার, ২৬ মে, ২০১৭ ০০:০০ টা

বুকের খরায়

হেনরী স্বপন

কান্না দিয়ে এখন আর জল ঝরে না

কুয়োমুখ ভেঙে বেরিয়ে আসবে

বানের উত্তাল ঢেউ...

 

তরমুজ ক্ষেতের পাশে রুয়ে দিয়েছি মরিচ চারা,

হাইব্রিড কলমি শাকের দানা—

কাছেই মোবাইল টাওয়ারগুলো খুব উঁচু হয়ে

এইসব কৃষিকাজ দেখে—

এতোদিনে কৃত্রিম কান্নার জলসেচে

মাটি ভিজিয়েছো?

 

তবুও কার বুকের খরায়-তেজে...

হাহাকার নাচে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর