শিরোনাম
শুক্রবার, ২ জুন, ২০১৭ ০০:০০ টা

চতুর্পদী

আশুতোষ ভৌমিক

চোখ বুঁজলে সব দেখি

খোলা চোখ অন্ধ

ঘাটের জলে শাপলাফুল

শাদা-কালো গন্ধ

 

নৈঃশব্দ্যই খাঁটি শব্দ

নৈঃসঙ্গ্যই সঙ্গী

আর সব ইন্দ্রজাল

রাজনীতির ভঙ্গি

 

ফুলবাগানের মধুর ঘ্রাণে

কুয়াশা বাড়ায় হাত

স্বকাল সকাল খোঁজে

আড়ালে প্রভাত

 

ধ্বংস ছাড়া হয় না সৃজন

মেঘ দাড়া বৃষ্টি

যুদ্ধ ছাড়া হয় না স্বদেশ

প্রাণ ছাড়া কৃষ্টি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর