শুক্রবার, ৯ জুন, ২০১৭ ০০:০০ টা

মেঘে মেঘে বরষা

জাফর আলম

বরিষার অবিরাম বরষণে

তিমির মেঘে আচ্ছন্ন আকাশ

ঘনঘোর কালোমেঘে

সূরয পড়েছে ঢাকা!

অমন অলস দিনে,

মন আমার বড়ই আনমনা!

 

আকাশ কাঁদিছে আজ

ভারি বরিষায় বারি ঝরছে

মেঘে মেঘে আলিঙ্গন

আকাশে বিজলি স্ফুলিঙ্গ

বজ্র নিনাদ, দমকা হাওয়া

এ কেমন যেন আর্তনাদ!

 

প্রকৃতি আজ অতিপ্রাকৃত

মানবের অতিমানবী লীলাখেলা

অরণ্য দখল আজি,

বসতি কিংবা যন্ত্রের কালো ধোঁয়ায়!

বৃক্ষশূন্য অরণ্য, করিছে আহাজারি

অস্তিত্বের সংগ্রামে, বাঁচার তাগিদে।

 

হাওরে চলিছে আজি মাতম

গরীবের বোবা কান্না, চোখের নোনাজল

মানবের হাতে হয়েছে সর্বনাশ

হারিয়েছে যা কিছু সহায় সম্বল!

 

হারাতে হারাতে আজি

হারাবার কিছু নেই!

মানবের অতিলোভী কর্মযজ্ঞে

নদ নদী, নালা নর্দমা

কিম্বা সমুদ্রতীর

সাকুল্যে কুক্ষিগত!

 

রাজপথ প্রায় অস্তিত্বহীন

বর্ষণে আজি রাজপথ সমুদ্রসম

মোটরযানের স্থলে জলযান

মানব হয়েছে বন্দী গৃহতরে!

 

বরিষার অমন দিনে

ধুয়ে মুছে সফেদ হোক,

যত গ্লানি অনাচার অবিচার!

ঝড়ো হাওয়ায় উড়ে যাক

ধুলো মলিন, বিবেকহীনতা

জাগ্রত হোক বিবেকবুদ্ধি

সভ্যতা মানবতা!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর