শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
কবিতা

রোহিঙ্গা ও শালীনতার শব্দতারা

দুখু বাঙাল

কখনো কখনো শব্দ বোমা হয় বোমা হয়ে যায়

কখনো কখনো শব্দ বোমাকেই ঘুড়িবৎ আকাশে ওড়ায়।

আগুন আর বন্দুকের নলের ডগায় যদি পিতৃভিটা শূন্য হয়

যদি হাঙর কুমির আর তিমির খাবার হতে বাধ্য হয়—

ঊর্ধ্বশ্বাসে ছুটে আসা একদল রক্তাক্ত আদমসন্তান

আর এভাবে সন্তানকে বুকের মাঝে ধরে রাখতে ব্যর্থ যে জননী

সেই পৃথিবীর নতুন একটা নামকরণ জরুরিই বটে

সেই সভ্যতার একটি শোভিত বিশেষণ একান্ত দরকার।

কতকিছু বদল হয়, সাপের খোলস হয়ে বদলে বদলে যায়

বাংলার শাসক শায়েস্তা খাঁ’র হাতে বিতাড়িত জলদস্যু

এই সেদিনকার আরাকানি মগ— বার্মা

মায়ানমার নামে আজ এক মায়াঝরা কবিতাই বটে।

স্বভাবে এখনো যার বড়বেশি ঘটেনি বদল।

জাতিসংঘ— ফায়ার ব্রিগেড, কাশ্মীর ফিলিস্তিন আর জাফনার মতো

এখানেও আগুন নেভাতে ব্যর্থ—

অচল মুদ্রার মতো কেবলই অচল।

কখনো কখনো শব্দ বোমা হয় বোমা হয়ে যায়

কখনো কখনো শব্দ বোমাকেই ঘুড়িবৎ আকাশে ওড়ায়।

হায় বুদ্ধ! হায় শান্তি! শান্তিকন্যা অং সান সু চি

কোনো জীবিত প্রাণী কি জ্বলন্ত, অঙ্গারে ফেলা যায়!

হে পৃথিবী

আজ তোর নাম হোক আতঙ্কিত রোহিঙ্গার পেসাবের সরল সুবাস

হে সভ্যতা

আজ তোর নাম হোক উচ্চমার্গীয় কোনো শালীনতার শব্দতারায়।

সর্বশেষ খবর