শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

পলাতক সময়

সোহরাব পাশা

দূরের উৎসবে দারুণ ব্যস্ত তোমার শহর,

 

ভাষা, মুখচ্ছবির ভেতর হঠাৎ ঘুমিয়ে পড়ে;

মন খারাপের সূর্যাস্তের নিচে হেঁটে যায় কেউ

ক্রমশ রাত্রির দিকে নির্বাসিত হয় তার দগ্ধ স্বপ্নছায়া

শূন্যতার তীব্র দাহ নেই আগুনের উপমায়

তুমি তো ব্যস্ত খুব জ্যোত্স্নার বৃষ্টির শব্দে বিহ্বল

রং করা তোমার পলাতক সময় ডেকে ওঠে

মাঝ রাতে করুণ রঙিন

স্বপ্ন ভাঙার নির্দিষ্ট কারণ থাকে না, ভেঙে যায়

নক্ষত্রের প্রাচীন অক্ষর

ঘুমন্ত স্মৃতির দীর্ঘ শিহরণ থাকে হৃৎপিণ্ডের ভেতর

মানুষের স্বপ্নও স্মৃতির গল্পগুলো তার ছায়ার সমান দীর্ঘ হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর