শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

দেখার এক পণ

ওবায়েদ আকাশ

সুদেখাদের বাড়ি

আজ সদ্য লাগানো চারাগাছ

বৃষ্টির প্রতীক্ষায় আছে

সুদেখা তো জানে, বৃষ্টি হবে বৃষ্টি হবেই

দেহের ভীষণ কাছে

 

সুদেখা এক চিল

ওড়ে এবং শুধুই ওড়ে, বৃষ্টি দেখে, মেঘও যেমন

ক্লান্ত হলে এক বিকেলে ওড়ে এবং

এক বিকেলে ভাসায় নদী ঝিল

 

সুদেখাদের উঠোন

এমন গড়ান, পিচ্ছিলও ঠিক

যেমন রাধার মন

সুদেখা যা বলে, কত যে ঘুম ভেসেই গেল

শ্রাবণ ভাদ্র মিলে—

 

তবু সুদেখা যা জানে

অমন মন্ত্রে বৃষ্টি তো হয় হবেই বৃষ্টি

সুদেখার এক পণ?

 

আবার রাজ্য ছেড়ে মেঘ গুনছে

কত রাজার মন!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর