শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

গরল স্বীকার

কামাল মাহমুদ

বুকে বিঁধেছে নীল বিষমুখী শিমুল কাঁটা

সুখ উড়িয়ে আসার কথা

      দমকা হাওয়ায় নাচতে নাচতে লোবানের গন্ধ ভেসে আসে

ডাউন ট্রেনের বাঁশি বেজে যায়

তিমি শিকারের তেজি তুরপুন বিষাদের ফোঁটা ঝরাতে আসছে

 

অমৃত বানাবে বলে সন্ন্যাসস্বর সেধেছিল সে

জ্যোত্স্না বিছিয়েছিল সবুজে সয়লাব তার স্বপ্নের আঙিনায়

সুভাষিত হতে চেয়েছিল পা থেকে মস্তক—

         ভুল কামনার কল্পপক্ষী মুখভার, উড়ে যায়...

 

ঠিকঠাক রসে কষে অনুপান মেলেনি

কিসে কিসে কিযে মিশে বিষ হয়ে গেল

তরল গরল স্রোত ফণা তুলে দাঁড়ালো সমুখে

            এই রসায়ন বুঝতেই শেষ একটি জীবন

 

আবার সুযোগ পেলে কিছু কিছু ভুলচুক শোধরানো যেত কি?

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর