শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

মানুষ

রাহমান ওয়াহিদ

মানুষ উঠেছে, মানুষ ডুবেছে মানুষই পরেছে চন্দ্রহার

মানুষ জিতেছে মানুষ ভেঙেছে, মানুষই খুলেছে সব দুয়ার।

 

মানুষ শুয়েছে, স্বপ্ন দেখেছে তারই খণ্ডিত কণ্ঠনাল

মানুষ ধরেছে, মানুষ কেঁদেছে, দেখেছে নিজেরই বুকটা লাল।

 

মানুষ ডেকেছে, মানুষ জেগেছে বলেছে— ‘স্বপ্ন মাটিও চাই’

সেই মানুষই ক্ষীরের নহরে বলেছে ‘দুধে ননী পড়ে নাই’

 

মানুষ তাহলে, মানুষ না হলে, মানুষের পাশে কেইবা শোয়

কোন সে মানুষ, মানুষের নামে নষ্ট বীজের পোশাক ধোয়?

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর