শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
কবিতা

রোগশয্যায়

মাশুক চৌধুরী

সমস্ত আকাশটাই কি স্টিফেন হকিংয়ের

ব্ল্যাকহোল—অন্ধকার গুহা!

না হলে আকাশে অন্ধকারে

নক্ষত্রপুঞ্জের কোটি কোটি চোখ কেন

আলোকিত অশ্রুপাতে

মিটমিট করে?

 

একদিন রোগশয্যায় মনে হলে

আমাকে কেউ ব্ল্যাকহোলের মুখে

শুইয়ে দিয়েছে

আকাশ আমাকে টেনে নিচ্ছে না

বুকের মধ্যে স্থাপন করে নিচ্ছে না,

আরেকটি নক্ষত্র

আরেক বিজ্ঞানী আইনস্টাইনের

মধ্যাকার্ষণ শক্তি টেনে ধরে আছে

পৃথিবীর দিকে

আমি ভাসছি

 

শেষ পর্যন্ত আমি এবারও নক্ষত্র হতে পারলাম না—

মাশুক চৌধুরীই থেকে গেলাম,

দেখে এলাম ব্ল্যাকহোলের ওপাড়ে নীল আকাশ

মাতৃভূমির মতো মায়ের আঁচলের নিচে

                                       প্রশান্তির নীল ছায়া

সবুজ বটবৃক্ষের নীচেও মানচিত্রের মতো প্রকৃতির নীল ছায়া

 

নীল নীল নীল

জীবনের দশদিগন্তে শুধু নীল

সব দেশের সীমান্তের ভিতর শুধু নীল

দিনের আলোয় আকাশও সুনীল

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর