শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
কবিতা

অরণ্য : অহমের

কাজল বন্দ্যোপাধ্যায়

হিংস্রতায় ভরা ছিল বনের জীবন,

আতঙ্কে ভরা, এক-চুলের জন্যে রক্ষা হওয়ার প্রাণ ছিল তার;

মানুষ কোথায় গেল, সে অরণ্য-যাত্রায়?

 

এভাবে সে হলো। তবে এভাবে হওয়া জন্ম দেয়

হওয়ার প্রকাণ্ড বোধের। আর এই তার হওয়া, না-হওয়াও :

দ্বি-ধার অহম শাঁখের করাত হয়ে

দুদিকে গেল, চতুর্দিকে,

যা অরণ্যের চেহারার নয় আর,

তবু তাই জংলী, ভয়ানক।  

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর