শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
কবিতা

পাঁচ নারী

আমিনুল ইসলাম

পাঁচজন নারী—প্রত্যেকেরই কোমরে পোঁটলা

পোঁটলার ভারে বিড়ম্বিত পথচলা

পোঁটলাগুলো দিয়েছে—

পর কেহ নয়—তাদেরই

কারও দাদা, কারও নানা

কারও বাবা, কারও ভাই

প্রতিটি পোঁটলায় পোঁটলাভর্তি অজুহাত

অজুহাতগুলি নানা কিসিমের

পোঁটলাগুলি খুলে দেখলে—

আমার বিশ্বাস,

সেসব ফেলে দেবেন নারীগণ

রাস্তার পার্শ্বস্থিত ভাগাড়ে ।

 

আমি তাকিয়ে আছি—

তাদের চোখের দিকে, পোঁটলাগুলোর দিকেও।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর