শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
বই পরিচিতি

জাতির পিতার সমাধিতে ও অন্যান্য কবিতা

শামসুল আলম বেলাল

জাতির পিতার সমাধিতে ও অন্যান্য কবিতা

কবি শামসুল আলম বেলাল সাংবাদিকতার পাশাপাশি নিয়মিত কবিতা লেখেন।  সম্প্রতি প্রকাশিত হয়েছে তার কবিতার বই ‘জাতির পিতার সমাধিতে ও অন্যান্য কবিতা’। ১১২ পৃষ্ঠার এই বইতে স্থান পেয়েছে একশটি কবিতা। এর আগে একশ পঞ্চাশটি ইংরেজি কবিতা নিয়ে প্রকাশিত হয় তার প্রথম কাব্য গ্রন্থ ‘দ্য সিলভার লাইন ইন মাই মেমোরি।’ এছাড়া বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত তার কলাম ও নিবন্ধ সংকলন প্রকাশিত হয় ২০১৫ সালে। আন্তর্জাতিক সম্পর্ক ও বিশ্ব রাজনীতির টানাপড়েন নিয়ে তিনি লেখেন, ‘উনাইটেড স্ট্যাটস, রাশিয়া, চায়না, ইসরায়েল ইন্ডিয়া এন্ড মুসলিম ওয়ার্ল্ড’ নামে একটি  বই।  তার বই সুধী মহলে প্রশংসিত। প্রথম তিনটি বই ইংরেজিতে লিখলেও চতুর্থটি তিনি লিখিছেন বাংলায়। জাতির পিতার সমাধিতে কবিতাটি তার লিডার কবিতার বঙ্গানুবাদ। কবির অধিকাংশ কবিতাই রোমান্টিক। তবে আততায়ীর হাতে নিহত ভাই সাংবাদিক ফেরদৌস আলম দুলালের জন্য লিখেছেন শোকগাঁথা। ভুমধ্যসাগরে বালুচরে পড়ে থাকা সিরিয় শিশু আয়লানের লাশ কাঁপিয়ে দিয়েছিল কবির অন্তর। এছাড়া এ গ্রন্থে কিছু গীতি কবিতা ও নিজেকে সমর্পিত প্রার্থনা উচ্চারিত হয়েছে আবেগভরে। তার কবিতার ভাষা প্রাঞ্জল ও সুখপাঠ্য।

সূত্র : ইন্তামিন প্রকাশন, বাংলাবাজার, ঢাকা। দাম ২০০ টাকা।

 

আহমদ সেলিম রেজা

সর্বশেষ খবর