শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
কবিতা

ভালোর দিকে যাই

জাহিদ হায়দার

ভালোর শেষ কুয়ালালামপুরে থাকে।

একদা তোমার সব আনন্দের শুরু

আর ভালোর শেষ সিদ্ধেশ্বরীতে ছিল।

 

চিম্বুক পাহাড়ে গেছি

পরবাস থেকে আসা

গৃহিণী মেঘেরা সঙ্গ দিল।  

 

পাকন্দীর অশ্বথের বাঁকলে ফাটল

শুকনো নদীরেখা,

নিঃশব্দে গড়ায় শ্রাবণ

পাতার কার্নিশ থেকে

মেঘের মৃত্যুকথা ঝরে : ‘এবার একা কেন তুমি?’

 

ভিজতে ভিজতে আমি

কিছুটা ভালোর দিকে যাই।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর