শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

আবার এসো ফিরে

ফুলেশ্বরী প্রিয়নন্দিনী

কখনো যদি ইচ্ছে করে

আবার এসো ফিরে

মিশে যেও পাখির কলতানে

তুমুল কোলাহলে, মানুষের ভিড়ে।

কখনো যদি মনে পড়ে

একবার এসো ফিরে

ফিরে চেয়ো মধুর শৈশবে

কানামাছির মাঠে, অনাবিল দিনে।

 

কখনো যদি মন পোড়ে

তুমি এসো ফিরে

ভুলে যেয়ো যত অভিযানে

গিয়েছিল দূরে, পিছুটান ফেলে

কখনো যদি মেঘ জমে

আবার এসো ফিরে

ভিজে যেয়ো ঘন বরষায়

দোলনচাঁপায় বিভোর, চেনা আঙিনাতে।

কখনো যদি ব্যথা বাজে

একবার এসো ফিরে

ছুঁয়ে দিও বেদনার নীলে

সবুজ শ্যাওলায়, নোনা দেয়ালে।

 

কখনো যদি মন কাঁদে তুমি এসো ফিরে

লিখে দিও—‘ভালো আছি’

শুকনো পাতায়, জলের কালিতে।

কখনো যদি ইচ্ছে আগে

আবার এসো ফিরে

ঘুরে যেয়ো পুরনো সংসারে

আগের মতো, সব তোমারি আছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর