শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
বই পরিচিতি

মিরর অব টাইম

মো. একরামুল্লাহিল কাফি

মিরর অব টাইম

লেখক মো. একরামুল্লাহিল কাফি  দীর্ঘদিন জাতীয় পত্রিকায় সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন। গদ্য রচনার পাশাপাশি তিনি নিয়মিতভাবে অনুবাদকর্ম করেন। এক্ষেত্রে তিনি পারঙ্গম। মিরর অব টাইম তার রচিত অনবদ্য গ্রন্থ। এখানে স্থান পেয়েছে বেশকিছু নিবন্ধ ও কবিতা। নিবন্ধগুলোর বিষয় দেশের সমকালীন রাজনীতি ও সামাজিক সমস্যা।    অত্যন্ত বিশ্লেষণধর্মী ও যুক্তিপূর্ণ বক্তব্য তার লেখায় উঠে এসেছে। তিনি সামাজিক সমস্যাকে সুনিপুণ বর্ণনা ও ব্যাখা দিয়েছেন তার রচনায়। প্রথম অধ্যায়ে তিনি লিখেছেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী, ব্রিটিশ নাট্যকার সেক্সপিয়র সম্পর্কে। স্থান পেয়েছে গার্মেন্ট শ্রমিক, ট্রাফিক পুলিশ, হোমিওপ্যাথি চিকিৎসা, কোচিং সেন্টার ও শিক্ষা ব্যবসা সম্পর্কে মনোজ্ঞ আলোচনা। দ্বিতীয় অধ্যায়ে স্থান পেয়েছে মওলনা জালাল উদ্দিন রুমি, কাজী নজরুল ইসলাম, তসলিমা এবং মুসলিম ওয়ার্ল্ড, ওমেন অব দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট ইত্যাদি বিষয়। তৃতীয় অধ্যায়ে স্থান পেয়েছে নো স্পেশাল ডে ইন মাই লাইফ, দি কল অব নিউ এজ, মাই প্রেয়ার, ম্যান, গ্রেট মে ডেসহ মোট ১৪টি কবিতার অনুবাদ। তার লেখাগুলো বিভিন্ন সময় নানা দৈনিকে প্রকাশিত হয়েছে। তার রচনাগুলো সুখাপাঠ্য।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর