শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
কবিতা

আলোর আংটি

শামীম আজাদ

রৌদ্রপিণ্ড সরে গেছে কখন

পায়ে পায়ে গলে যাচ্ছে আলোর আঙ্গুর

প্রেমপন্থ বেগবান হয়ে উঠছে

বনের বাটিগুলো উপছে পড়ছে সুমিষ্ট ঘ্রাণ

 

অনেক দিন তো হলো—

কবে খসে গেছে আমার সন্তরণ

মগজের অবশিষ্ট বীজে ফলেনি কোনো নতুন উড়াল

বোকা পূর্ণিমার সব বুজরুকি শেষ

আর কোনো অজুহাত পাচ্ছি না

এখন আমি তোমাতেই একনিষ্ঠ

 

বুঝি,

যেদিন টেমসের তীরে

অ্যামব্যাঙ্ক ব্রিজের নিচে বেগুনি কুয়াশায়

আমাদের নীল নীল নক্ষত্রগুলো ভাসিয়েছিলাম

তারপর থেকেই তুমি

চিন্তার থুঁতনিতে ভর করে আছ

মেরুদণ্ডে ঠেসে দিয়েছ অভিমান

 

কিন্তু আর কত সয়ে যাব ধৈর্যের কামড়

আমিতো আগ্রহের তারে পেঁচিয়ে

কঠিন কর্তব্যের বাঁকে বাঁকে

তৈরি করেছি এ আংটি,

নিয়তির বোতলে ফোঁটা ফোঁটা করে

জমিয়েছি উজ্জীবনের আলতা

আর অপেক্ষার কুঞ্জে বসে আছি একা

আংটি পরাব এসো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর