Bangladesh Pratidin

ঘুঘু

গ্রামগঞ্জ থেকে ঘুঘুরা আসছে ধেয়ে অনিচ্ছাডানায় গভীর ক্লান্তি বেয়ে হয়তো ভাবছে এখনো রয়েছে শহরে কিছু বৃক্ষ হায় বনঘুঘু, দ্যাখো মরুধুধু, নেই আজ কোনো রক্ষ! এখন চৈত্রদুপুরে আরতো ডাকে না তক্ষ, উদাসীনও বুঝি যক্ষ! নেই গাংচিল, নেই সুবাতাস, শূন্যতা হলো সখ্য! হে জিজিবিষুঘুঘু, ডেক নাকো কভু, মরব সবাই অবশেষে মৃতগ্রহ পরিচয়ে?…

হঠাৎ সিরিজ

১. ভালোবাসার নিমেষগুলো জেগে থাক একা একা আমরণ প্রণয়ের মধুরিমায় কেঁদে যাক তনু বিরান জীবন পেলে ফিরে দেখে নিক সাধনার জেগে থাকা বেদনার রাত। ২. শিশু পৃথিবীর সঙ্গমে এ ধরা প্রবীণ করে দাও বৃক্ষের বয়স বাড়ে, ঝরতে থাকে পত্রশাখা, ছাল-বাকল পুনর্বার সবুজ জন্মায় তোমার জন্য। ৩. তোমার দিকে তাকিয়ে থাকি হে কালো বালিকা! তোমাকে…
up-arrow