শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

হৃদয়পোড়া জোড়া পঙিক্ত

হাসান হাফিজ

নদীর কাছে যাই, দুঃখ ব্যথা বলি

প্রশমনের স্বস্তিও খুঁজে পাই

পাথরও তোমার মত

এতটা নিষ্ঠুর নয়, আঘাত সে করতে শেখেনি

উজাড় করে দাও আমাকে সমস্তটুকু

তাতেই পূর্ণ হবে আমার এই ভাঙা বুক

ঘুমে স্বপ্নে জাগরণে

ভালো লাগা সময়ের স্মৃতিই ভরসা।

হৃদয় প্রস্তরে তুমি ফুটেছো গোলাপ

তোমার কাঁটায় বিদ্ধ করো না আমাকে

মেঘের ভাষা নদীর ভাষা পড়তে পারি

কিন্তু নারী, তোমার ভাষা পড়তে নারি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর