শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
কবিতা

ভালোবাসা কিম্বা ঘৃণা

মোহন রায়হান

ক্ষমা করো ক্ষমা করো তৃণা

এটা নয় ভালোবাসা কিম্বা ঘৃণার সময়!

 

‘আমি তোমাকে ভালোবাসি’

উচ্চারণ মাত্র তোমার পাশের বাড়ির মিনা

লেলিয়ে দেবে রেবেন গ্লাস, স্কিনফিট-জিন্স

হাতে বালা জমদূত, মুহূর্তে তারা

চোখ-হাত বেঁধে তুলে নিয়ে

গুম করে দেবে কোথায়?

কেউ কোনোদিন খুঁজেও পাবে না!

 

আর ‘আমি তোমাকে ঘৃণা করি’

বলা মাত্র তোমার দোর্দন্ড প্রতাপশালী পিতা

মূর্তিমান আতংক ভাই-বোন

ভয়ঙ্কর আত্মীয়-স্বজন আমাকে

ধরে নিয়ে রাম ধোলাইয়ে হাড্ডি-গুড্ডি গুঁড়িয়ে

কাশিমপুর রাষ্ট্রীয় অতিথিশালায় জামাই আদর

দেবে অনন্তকাল! আমি তো এখন

না ঘারকা না ঘাটকা!

 

ক্ষমা করো ক্ষমা করো তৃণা মিনা

এ বড় দুঃসময় ভালোবাসা কিম্বা ঘৃণার!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর