শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

একটি ছায়ার মতো তুমি

ভূঁইয়া সফিকুল ইসলাম

একটি ছায়ার মতো তুমি

চার দিকে মরুভূমি, খর রোদ,

তারই মাঝে শান্ত ছায়া তুমি।

 

ছায়াময় পাড়াগার ঘ্রাণ পাই তোমার শরীরে

লতাঝোপে দুলে উঠা গ্রামীণ বনের হাওয়া তুমি

 

তোমার বাতাস যেই গায়ে লাগে

আমি হই ঢেউ তোলা পেয়ালের বন।

 

এই তপ্ত শহরের লিপস্টিক মাখা উগ্র রোদে

তুমি যেন এক ফাালি গুহাহিত বন

তোমাকে যে দেখে নাই, বাংলাকে দেখে নাই সে।

 

তোমার পায়ের থেকে নদী নেমে গেছে

শাল-তাল তমাল আর বাঁশ-বেত ধানতে দুই তীরে রেখে

কী যে শান্ত বয়ে গেছে তোমার ওই অপরূপ রূপ মাখা নদী!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর