শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

শব্দের মাপ

কাজিম রেজা

তবুও শব্দের মাপ নিতে হয়

কী কীর্তন চারদিকে

মহানুভব উন্নত আওয়াজ

যাবতীয় দূষণের

একটি উপসর্গ বলেও

 

ফিরে সেই শব্দরূপে

তাকাতে হয় কা’কে কে বলে

যেমন ঠিক থাকে না

কেউ যদি বলে বসে প্রজাপতি শোন্

তুই ডানা সাজাবি না

তোর সাথে দৌড়ে শিশুদের ওড়ে শব্দ

 

তাহলে

 

পাখির উড়াল নদীর তরঙ্গ

এসব শব্দ বলে মানতে হবে।

আমি তো এতকাল জেনে এসেছি

দুটি ঠোঁটের ভেজা কর্ষণ

নিঃশব্দতার প্রথম ধাপ

খোলা তটে নিরন্তর সমুদ্র পতন

সোপান শেষে শব্দাতীত অর্জন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর