শিরোনাম
শুক্রবার, ১৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

প্যালেস্টাইন

দুখু বাঙাল

প্যালেস্টাইন

যে নারীর কেশধাম ছেয়ে গেল অকাল জ্যোৎস্নায়

যে শিশুর চোখে-মুখে লেপটে দিলে বজ্রের অনল

যে বৃদ্ধের বলিরেখায় থমকে গেল সমুদ্রের ঢেউ

যে যুবক হামাগুড়ি দিয়ে গেল কঙ্করের মহাপ্রাচীর

তার নাম ফিলিস্তিন; বুকের জমিনে যার বিস্তীর্ণ

আকাশের মতো ছেয়ে থাকে এক নাম- স্বাধীনতা।

 

কখনো বা দেশলাইকাঠি-রকেটের নিষ্ফল উৎক্ষেপণ

বড়জোর আপনার মর্যাদার ক্ষীণকায় ছায়া-প্রচ্ছায়া

এভাবেই ফিলিস্তিনি কিশোরের নিক্ষিপ্ত পাথর

সভ্যতার ইতিহাসে হয়ে রইল ঘৃণার অনলকুসুম

তবু কোনো শিরীষের ভাঙ্গিল না দিবসের ঘুম।   

 

স্বাধীনতায় কত রক্ত? কত জল? কত ভ্যেলু তার? 

স্বাধীনতার ঠিক দাম একমাত্র জানে প্যালেস্টাইন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর