শুক্রবার, ২৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

অনন্তের ভেলা

কামরুল আলম সিদ্দিকী

জীবনতো নিদারুণ এক কড়ি দিয়ে শাপ-খেলা;

কড়ির ভেতর ঢুকে গেছে ভালোবাসা, তিনবেলা-

সাদা মাটি, নিরীহের নীরব আকাশ, রঙ-আশা।

বেঁচে নেই শাদা প্রেম, বুড়ো পরিত্যক্ত চিরচাষা;

যার আর কোনো খেলা নেই এই রাঙা অন্ধকার;

স্বপ্ন নেই মৃত্যু আছে, ভালোবাসা নেই অধিকারে,

চোখ আছে দেখতে নেই, মাথা নিয়ে নুয়ে নুয়ে থাকা;

মুখ আছে বলতে নেই, শিরদাঁড়া গুঁজে গুঁজে রাখা;

 

শ্বাস নেই, দীর্ঘশ্বাস লেখা তার পরতে পরতে;

হাত নিয়ে হেঁটে যাবে গুটিয়ে গুটিয়ে তার পথে;

পা আছে, যাবে সে ভিক্ষু খুঁড়িয়ে খুঁড়িয়ে রাজহাটে।

কাত হয়ে শুবে, চিত হয়ে শুবে না সে নিজ খাটে।

কড়িহাটে জীবনের ছিলো না কখনো তার খেলা;

মৃত্যু বন্ধু শুধু তার অনিশ্চিত অনন্তের ভোলা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর