শুক্রবার, ২৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

জঙ্গলে, জোছ্নায়

তুষার কবির

জঙ্গলের পাশ ঘেঁষে হেঁটে যাই জংধরা পুরনো সাইকেলে চড়ে নিজেকে যেনবা মনে হতে থাকে এক অলীক পিয়ন যে প্রেমিকের শেষ চিঠি হাতে নিয়ে ছুটে যাচ্ছে আফ্রোদিতির গহিন ডেরায়! কিছুটা দূরেই বয়ে যাচ্ছে এক রূপালি ঝরনাযার মৃদু ঢেউ জল বেয়ে ভেসে যাচ্ছে লাল নীল খাম! গোধূলির পেলব আলোয় দেখা যায় যতদূর শুধু প্রান্তরের খোলা ঘাস, বনময়ূরের নীলাভ পেখম আর শ্বেতাভ ঘোড়ার আস্তাবল!

খড়ের গাদায় শুয়ে কেটে যাচ্ছে এ জোছ্না রাত জোছ্নার ধারালো করাতে এ তাঁবুতে নেমে আসে আততায়ী চাঁদ!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর