শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ঘুড়ি

মীনা গুহ

ভো-কাট্টা ঘুড়ি উড়াল দেবে

জীবন ছায়াও সরে যাবে

তা হলে রইলো কী পরে এই দীর্ঘ জীবনের তরে?

খোলস মুখোস জীর্ণশীর্ণ বাড়ি-গাড়ি

ধ্বংসস্তূপ থেকে উঁকি দেবে

আহা-উহু আফসোস ছড়াবে সবখানে

যে জীবন গেল সব ছাই হয়ে রইল পড়ে

কাটখোট্টা আঁধারে। একবারও সিরিয়ালের মায়া ছেড়ে

কাঁদলো না কেউ, আসরের মক্ষীরা বেহুঁশ রইলো পড়ে

সুধা উদ্ধারে- তা হলে বৃথাই ছাইভস্ম বাতাসে ওড়াল!

 

জীবনের মূল্য বোঝে অন্য জীবন

সময়ের ভাঁজগুলো উল্টিয়ে দেখি- সারা ঘরময়

জীবনের ধুলোবালি রয়ে গেল জমা

এ জীবন বৃথা তবে? করে নাই ক্ষমা নিজ মন

নিজ আত্মা নিজেকেই ডাকে

কখনো কখনো ধিক ধিক বলে তারা দূরে সরে যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর