শুক্রবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

শীত সকালে ও পুনরুদ্ধার

রবিউল হাসান

শীত সকালে, সাত সকালে জ্বলছিস আবার তুই।

লাগছে তোকে পরীর মতো লাল;

কি পরিস তুই-শিমুল ফুলের টিপ?

তোকে নিয়ে উড়াল দেব, উড়াল।

শেষ হবে এই হাপিত্যেশ আর রাত জাগার পালা,

দাঁড়া না  ঘুরে; এনেছি তোরঅষ্ট ফুলের মালা।

 

২.

 

তুমি আসবে বলে কোথাও যাই না;

আমি আগের অবস্থানেই আছি।

সবাই অবস্থান পরিবর্তন করে; আমি করি না।

এলেই সচক্ষে দেখতে পাবে। পরিবর্তন করেটরে

লাভ নেই-সব কিছু ভেবেচিন্তে, যা করার

একবার করাই ভালো। কেননা হারালেও

তোমাকে, পুনরুদ্ধারেও তোমাকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর