বিলেতি গাবের মতো মখমলে মোড়া
একগুচ্ছ খয়েরি খঞ্জনা
আমার প্রত্যাবর্তনে নিত্যদিন ফিরে আসে
শৈশবের স্মৃতিধন্য অর্জুন ছায়ায়।
ওদের কণ্ঠে চঞ্চল উচ্ছ্বাস উল্লাস!
বিমূর্ত চিত্রকলার মতো সুবাসিত গান-
মায়াবতী সুরধারা যেন জলতরঙ্গের!
আমাকে নন্দিত করে ঋদ্ধ করে
প্রেমময় খুনসুটি।
কার্পেটের মতো বোনা সবুজ উঠোনে
পাখিগণ খুঁটে খায় নিজস্ব আহার
দিনান্তে নাচের মুদ্রা পায়ে উড়ে যায়
মেহগনি বুনো অন্ধকারে...
ওরা কোথা থেকে আসে, ফের
কোথা চলে যায়-
একগুচ্ছ খয়েরি খঞ্জনা?