বৃক্ষেরা কেন এতো বিচলিত বন্য বৃষ্টিতে?
পাখিটির সাজঘরে জ্বলেনি আলোর
প্রতীতি-প্রযত্ন তার প্রযুক্তির ঘোরে
সময়ও পারছে না বলতে-তোমার
সময় রক্ষিত কোন অস্ত্র ভান্ডারে?
ম্যাকাও পাখিটি গেছে মেঘের ওপারে
বেতাব বৃষ্টিতে বনের বাসরে-
গোলপাতার আভাসে চেয়েছে তোমাকে
সবিনয়ে একবার দাঁড়াও তুমি
কদমের গুচ্ছ হাতে ঊর্ধ্বলোকে