পাপগাছ
আমাদের পাপগুলো গাছ হয়ে জন্মায়
লালন করা উন্মাদ সময়টা আত্মঘাতী;
শাখা-প্রশাখার ছায়ায় নিমগ্ন প্রেমাস্পদ
ভুল স্পর্শে নিঃস্ব হয় নির্বোধ উর্বশী।
নির্গত বিষ ছড়িয়ে পড়ে বাতাসে
আক্রান্তে আতঙ্কিত প্রজন্মের ভবিষ্যৎ;
আমাদের রেখে যাওয়া পাপগাছে-
বিকলাঙ্গ নপুংসক উত্তরাধিকার।
মন্ত্রতন্ত্রসিদ্ধ
আবারও যখন নৃশংস অমাবস্যা আসবে
বিধ্বস্ত বিবস্ত্র বাস্তবতায় এসো অবেলায়,
বরাবরের মন্ত্রতন্ত্রসিদ্ধ দাঁড়িয়ে আছে;
ফুৎকারে নাস্তানাবুদ কিম্ভূতকিমাকার।
নিবেদিত বলেই সময়টা অস্তিত্ব সংকটে
পুষে পিষে মারে যত্তসব অকৃতজ্ঞের দল,
স্বার্থপরতা জেঁকে বসে শিরা-উপশিরায়;
হাসিলে স্বেচ্ছায় লোপ পায় স্মৃতিশক্তি।