তুমি ডেকেছিলে, বলেছিলে
চলো যাই ঘুমে
আমি তখন ঢুকে পড়েছিলাম
তার মিউজিকরুমে
তার আগে নূপুর বেজেছিল
তুমিও বেজেছিলে
ঠোঁটের ভেতরে তুমি
সংগীত খুঁজেছিলে
মেঘ ঢাকে আঁধার হয়
চোখ যায় বুজে
কে যেন তোমার ভেতরে
তারগুলো খোঁজে
সুর উঠে ভিজে যায়
সমস্ত বাগান
তোমার প্রেম আমার প্রেম
ঝুম বৃষ্টির সমান।